• তারে আমি চোখে দেখি নি

    গায়ক: কিশোর কুমার | সুরকার: লতা মঙ্গেশকর | গীতিকার: মুকুল দত্ত | ঘরানা: আধুনিক | সাল: 1974
  • তারে আমি

    তারে আমি চোখে দেখি নি

    তার অনেক গল্প শুনেছি

    তারে আমি চোখে দেখি নি

    তার অনেক গল্প শুনেছি

    গল্প শুনে

    গল্প শুনে তারে আমি

    অল্প অল্প ভালোবেসেছি

    তারে আমি চোখে দেখি নি

    তার অনেক গল্প শুনেছি

    গল্প শুনে তারে আমি

    অল্প অল্প ভালবেসেছি


    আসতে যেতে ছলকিয়া

    যায় রে যৌবন

    আসতে যেতে ছলকিয়া

    যায় রে যৌবন


    বইতে পারে না তার ও বিবশ মন

    ভালোবাসার ভালোবাসার ভালো কথা

    শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি

    তারে আমি চোখে দেখিনি

    তার অনেক গল্প শুনেছি

    গল্প শুনে তারে আমি

    অল্প অল্প ভালোবেসেছি


    চোখেতে তার স্বপ্ন শুনি

    ভিড় করে থাকে

    চোখেতে তার স্বপ্ন শুনি

    ভিড় করে থাকে

    মরণ শুনেছি হাতছানি দিয়া ডাকে

    বিষের আবার

    বিষের আবার ভাল মন্দ কিরে যখন

    আমি মরতে বসেছি

    তারে আমি চোখে দেখি নি

    তার অনেক গল্প শুনেছি

    গল্প শুনে তারে আমি

    অল্প অল্প ভালোবেসেছি

    তারে আমি