• এই ছোট্ট ছোট্ট পায়ে

    গায়ক: প্রতিমা বন্দোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় | সুরকার: মৃনাল বন্দোপাধ্যায় | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: হীরে মানিক | সাল: 1979
  • এই ছোট্ট ছোট্ট পায়ে

    চলতে চলতে ঠিক পৌঁছে যাবো

    এই ছোট্ট ছোট্ট পায়ে

    চলতে চলতে ঠিক পৌঁছে যাবো

    সেই চাঁদের পাহাড় দেখতে পাবো

    সেই চাঁদের পাহাড় মাথায় যাহার

    রামধনু রঙ হয় দেখতে পাবো

    ঠিক পৌঁছে যাবো

    এই ছোট্ট ছোট্ট পায়ে

    চলতে চলতে ঠিক পৌঁছে যাবো


    বড় কিছু কাজ কি গো সহজ হয়

    কষ্ট কে মনে করো কষ্ট নয়

    বড় কিছু কাজ কি গো সহজ হয়

    কষ্ট কে মনে করো কষ্ট নয়

    চোখ ভরে জল এলে

    চোখেই তা মুছে ফেলে

    দুটি চোখ ভরে জল এলে

    চোখেই তা মুছে ফেলে

    নতুন সাহসে এই বুক ভরাবো

    ঠিক পৌঁছে যাবো

    এই ছোট্ট ছোট্ট পায়ে

    চলতে চলতে ঠিক পৌঁছে যাবো

    ও ঠিক পৌঁছে যাবো


    আসুক দুঃখ তাতে দুঃখ নেই

    সুখের দরজা আছে এই পথে

    আসুক দুঃখ তাতে দুঃখ নেই

    সুখের দরজা আছে এই পথে

    মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে

    এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে

    যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো

    ঠিক পৌঁছে যাবো


    এই ছোট্ট ছোট্ট পায়ে

    চলতে চলতে ঠিক পৌঁছে যাবো

    সেই চাঁদের পাহাড় দেখতে পাবো

    সেই চাঁদের পাহাড় মাথায় যাহার

    রামধনু রঙ হয় দেখতে পাবো

    ঠিক পৌঁছে যাবো

    এই ছোট্ট ছোট্ট পায়ে

    চলতে চলতে ঠিক পৌঁছে যাবো

    ও.. ঠিক পৌঁছে যাবো

    ঠিক পৌঁছে যাবো

    ঠিক পৌঁছে যাবো

    ঠিক পৌঁছে যাবো

    ঠিক পৌঁছে যাবো