শ্রীমতী যে কাঁদে
কাঁদে গো
শ্রীমতী যে কাঁদে
কাঁদে তারই আশা
শ্রীমতী যে কাঁদে
কাঁদে তারই আশা
সে কি এসে ফিরে গেছে
সে কি এসে ফিরে গেছে
কাঁদে ভালোবাসা
শ্রীমতী যে কাঁদে
পারে নি রাখিতে ধরে
সে দুটি চরণ
তাই তো রয়েছে জেগেে
নিথর নয়ন
হায় উতলা হয়েছে গিয়া
মুখে নেই ভাষা
শ্রীমতী যে কাঁদে
যদি সে কখনও আসে
আঙিনার ছায়াতলে
সে কথা ভেবে যে সে
ভেসেছে চোখেরও জলে
চকিতে চমকি ওঠে শুনে সে নূপুর
বাতাসে হারিয়ে যায় কোথা যে সে সুর
হায় পারে না সহিতে আর
দু কূলে ভাসা
শ্রীমতী যে কাঁদে
কাঁদে তারই আশা
শ্রীমতী যে কাঁদে