• তেলের শিশি ভাঙল বলে

    গায়ক: বাণী ঘোষাল | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: অন্নদাশংকর রায় | ঘরানা: আধুনিক | সাল: 1955
  • তেলের শিশি ভাঙল বলে

    খুকুর পরে রাগ করো

    তোমরা যে সব বুড়ো খোকা

    ভারত ভেঙে ভাগ করো

    তার বেলা তার বেলা তার বেলা


    তেলের শিশি ভাঙল বলে

    খুকুর পরে রাগ করো

    তোমরা যে সব বুড়ো খোকা

    ভারত ভেঙে ভাগ করো

    তার বেলা তার বেলা তার বেলা

     

    ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা

    জমিজমা ঘরবাড়ি 

    ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা

    জমিজমা ঘরবাড়ি 

    পাটের আড়ত ধানের গোলা

    কারখানা আর রেলগাড়ী

    তার বেলা তার বেলা তার বেলা


    চায়ের বাগান কয়লাখনি

    কলেজ থানা আপিস ঘর

    চায়ের বাগান কয়লাখনি

    কলেজ থানা আপিস ঘর

    চেয়ার টেবিল দেয়ালঘড়ি

    পিওন পুলিশ প্রফেসর 

    তার বেলা তার বেলা তার বেলা


    তেলের শিশি ভাঙল বলে

    খুকুর পরে রাগ করো

    তোমরা যে সব বুড়ো খোকা

    ভারত ভেঙে ভাগ করো

    তার বেলা তার বেলা তার বেলা

     

    যুদ্ধ জাহাজ জঙ্গী মোটর

    কামান বিমান ও শহর

    ভাগাভাগির ভাঙাভাঙির

    চলছে যেন হরির লুট

    যুদ্ধ জাহাজ জঙ্গী মোটর

    কামান বিমান ও শহর

    ভাগাভাগির ভাঙাভাঙির

    চলছে যেন হরির লুট


    তেলের শিশি ভাঙল বলে

    খুকুর পরে রাগ করো

    তেলের শিশি ভাঙল বলে

    খুকুর পরে রাগ করো

    তোমরা যে সব ধেড়ে খোকা

    বাংলা ভেঙে ভাগ করো 

    তার বেলা তার বেলা তার বেলা

     

    তেলের শিশি ভাঙল বলে

    খুকুর পরে রাগ করো

    তোমরা যে সব বুড়ো খোকা

    ভারত ভেঙে ভাগ করো

    তার বেলা তার বেলা তার বেলা


    তেলের শিশি ভাঙল বলে

    খুকুর পরে রাগ করো

    তোমরা যে সব বুড়ো খোকা

    ভারত ভেঙে ভাগ করো

    তার বেলা তার বেলা তার বেলা