কত রাজপথ জনপথ ঘুরেছি
মরুভূমি সাগরের সীমানায়
সাতটি সে পৃথিবীর বিস্ময়
তুমি তারও চেয়ে বেশি মনে হয়
আজ ইতিহাস কত কথা বলছে
মাটি আর নেই চাঁদে চলছে
দুই চোখে সে তো আজ কিছু নয়
তুমি তারও চেয়ে বেশি মনে হয়
এই পৃথিবীর যত কিছু সুন্দর
দেখেছি যা বিস্মিত বিস্ময়
তুমি তারও চেয়ে বেশি নিশ্চয়
ওই দুরন্ত নদী হার মানছে
আর অজানাকে বারেবার জানছে
পরাজিত হিমানীশ হিমালয়
তুমি তারও চেয়ে বেশি মনে হয়