• এক যে আছে কন্যা

  • এক যে আছে কন্যা

    তার শ্যামলা শ্যামলা বরণ

    দেখতে সে নয় মন্দ

    আহা পুতুল পুতুল গড়ন


    মেয়ে শান্ত নয়কো মোটে

    কিছু বলতে গেলেই ফোঁস করে সে ওঠে

    হায় বলব কি আর

    উল্টো যে তার অনুরাগের ধরণ

    দেখতে সে নয় মন্দ

    আহা পুতুল পুতুল গড়ন

    এক যে আছে কন্যা


    যখন রাগ করে সে তাকায়

    আর ভুরুর ধনুক বাঁকায়

    কি মিষ্টি দেখায় তাকে

    আমার মন ক্যামেরা

    ছবি তুলে রাখে

    সে রাগলে আমি খুশি

    জানি মনটা যে তার

    মৌ ভরা মৌটুসী

    সে যে মিষ্টি ঝালে মিশিয়ে

    আমার করল মনোহরণ

    দেখতে সে নয় মন্দ

    আহা পুতুল পুতুল গড়ন

    এক যে আছে কন্যা