• মায়াবতী মেঘে এল তন্দ্রা

  • মায়াবতী মেঘে এল তন্দ্রা

    তুল তুল রাঙা পায়েতে

    ফুল ফুল বনছায়েতে

    পলাশের রঙ রাঙালো কখন

    চোখে সে স্বপন আঁকে


    গুন্ গুন্ গুন্ গুন্

    ফিরে এলো ওই ফাল্গুন

    পথিক মেয়ে হয় চঞ্চল

    কাঁকন বাজে ঠুন্ ঠুন্ ঠুন্


    পলাশের রঙ রাঙালো কখন

    চোখে সে স্বপন আঁকে

    মায়াবতী মেঘে এল তন্দ্রা

    তুল তুল রাঙা পায়েতে

    ফুল ফুল বনছায়েতে

    পলাশের রঙ রাঙালো কখন

    চোখে সে স্বপন আঁকে

    মায়াবতী মেঘে এল তন্দ্রা


    ছুন্ ছুন্ ছুন্ ছুন্

    ঝুমুর বাজে কার রুমঝুম

    মহুল বনে মৌ দোল দোল

    দু নয়নে নেই নেই ঘুম


    পলাশের রঙ রাঙালো কখন

    চোখে সে স্বপন আঁকে

    মায়াবতী মেঘে এল তন্দ্রা