• চলো রীনা ক্যাসুরিনার

  • চলো রীনা ক্যাসুরিনার

    ছায়া গায়ে মেখে এঁকে বেঁকে

    লাল কাঁকরের পথ ধরে

    একটু একটু করে এগিয়ে যাই

    বলো যাবে কি না


    সোনা রোদ ঝিকমিক

    দেখো বালু চিকচিক

    ছোট্ট নদী মিষ্টি খোয়াই

    পার হয়ে যাই

    চলো রীনা ক্যাসুরিনার

    ...

    যেখানে কৃষ্ণচূড়া লালে লাল

    যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল

    আরও দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি

    চলো না পাশাপাশি


    সোনা রোদ ঝিকমিক

    দেখো বালু চিকচিক

    ছোট্ট নদী মিষ্টি খোয়াই

    পার হয়ে যাই

    চলো রীনা ক্যাসুরিনার

    ছায়া গায়ে মেখে এঁকে বেঁকে

    লাল কাঁকরের পথ ধরে

    একটু একটু করে এগিয়ে যাই

    চলো রীনা