নিঙাড়িয় নীল শাড়ি শ্রীমতী চলে
নিঙাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে
শ্যামলের বেণু বাজে কদম তলে
সে সুরের মায়াডোরে রাধা বিবসা
চকিতাহরিণীসম থামে সহসা
যেন বিনি সুতার মালা কে পরালো গলে
নিঙাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে