• চোখে চোখে কথা বলো

  • চোখে চোখে কথা বলো

    মুখে কিছু বলো না

    মন নিয়ে খেলা করো

    এ কি ছলনা


    চোখে চোখে হা কথা বলো

    মুখে কিছু বলো না

    মন নিয়ে হা! খেলা করো

    এ কি ছলনা


    ঘুরে এসে যাও দূরে

    যাওয়া তবু হয় না

    ফুলে কাঁটা সয় যদি

    মনে কেন সয় না

    ও...

    ঘুরে এসে যাও দূরে

    যাওয়া তবু হয় না

    ফুলে কাঁটা সয় যদি

    মনে কেন সয় না


    মরীচিকা হয়ে জ্বলো

    তারা হয়ে জ্বলো না

    হায় রে

    চোখে চোখে হা কথা বলো

    মুখে কিছু বলো না হায় রে

    মন নিয়ে হা! খেলা করো

    এ কি ছলনা


    লাল্লা লা লা

    লাল্লা লা লা

    হুঁ হুঁ হুঁ ...

    হায় না না, হায় না গো

    এ কি ছলনা


    ভুলে থাকা যেত যদি

    ভাল হত হায় গো

    চাও কি গো ভরা নদী

    মরু হয়ে যায় গো

    ভুলে থাকা যেত যদি

    ভাল হত হায় গো

    চাও কি গো ভরা নদী

    মরু হয়ে যায় গো

    সাগরেরও পথে তারে

    ডেকে নিয়ে

    চলো না হায় রে


    চোখে চোখে হা কথা বলো

    মুখে কিছু বলো না

    মন নিয়ে হা! খেলা করো

    এ কি ছলনা