• আহা ঐ আঁকাবাঁকা যে পথ

    গায়ক: শ্যামল মিত্র | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে

    আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে


    কোনো হরিনী করুণ তার তান তুলেছে

    এমন দিনে তুমি মোর কাছে নাই হায়

    স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি

    ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে


    জীবনবৃন্তেরও থেকে ঝরে

    কত না স্বপ্ন গেছে মরে

    জীবনবৃন্তের ও থেকে ঝরে

    কত না স্বপ্ন গেছে মরে

    তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না


    আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে

    কোনো হরিনী করুণ তার তান তুলেছে

    এমন দিনে তুমি মোর কাছে নাই হায়

    স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি

    ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে


    আপন নীড়ে ফিরে গেছে পাখি

    নীড় হারায়ে আমি পথে থাকি

    আপন নীড়ে ফিরে গেছে পাখি

    নীড় হারায়ে আমি পথে থাকি

    ভাবি এখনো মোর আকাশে

    চেয়ে চেয়ে ভাব কি


    আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে

    আহা ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে

    কোনো হরিনী করুণ তার তান তুলেছে

    এমন দিনে তুমি মোর কাছে নাই হায়

    স্মৃতিরা যেন জোনাকিরই ঝিকিমিকি ঝিকিমিকি

    ঐ আঁকাবাঁকা যে পথ যায় সুদূরে