এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম
এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম
কেন তবু বারে বার ভুলে যাই
আজ মোর কিছু নাই
ভুলেরই বালুচরে যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোনো দাম
ভুলেরই বালুচরে যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোনো দাম
আজ সাগরের ঢেউ দিয়ে
সবকিছু মুছিয়া দিলাম
এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম
এই সাগরেরই কতো রূপ দেখেছি
কখনো শান্ত রূপে
কখনো অশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি
এই সাগরেরই কতো রূপ দেখেছি
কখনো শান্ত রূপে
কখনো অশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি
মনে হয় এ তো নয় বালুচর
আশা তাই বাঁধে ঘর
দাঁড়ায়ে একেলা শুধু
ঢেউ আর ঢেউ গুনি
এ গোনার নেই যে বিরাম
দাঁড়ায়ে একেলা শুধু
ঢেউ আর ঢেউ গুনি
এ গোনার নেই যে বিরাম
আজ সবকিছু দিয়ে আমি
জানি না তো কি যে নিলাম
এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম