জীবনপুরের পথিকরে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
জীবনপুরের পথিকরে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না
খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চরে
আমার তাসের ঘরের বসতি হে অমনি ভেঙ্গে পরে রে
খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চরে
আমার তাসের ঘরের বসতি হে অমনি ভেঙ্গে পরে
তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হইরে ঘরের বার
বন্ধুরে
তালুক ছেড়ে মুলুক ফেলে হইরে ঘরের বার
আমি
কোথাও আমার মনের খবর পেলাম না
জীবনপুরের পথিকরে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না
মন চলে আগে আগে আমি পরে রই
বন্ধু
মন চলে আগে আগে আমি পরে রই
সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই
পাখি বাঁধে বাসা কই
অকূল গাঙ্গে ভাসলাম আমি কূলের আশা ছাড়ি
বন্ধুরে
অকূল গাঙ্গে ভাসলাম আমি কূলের আশা ছাড়ি
তবু কোথাও আমার মনের খবর পেলাম না
জীবনপুরের পথিকরে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না