সুরের আকাশে তুমি যে গো শুকতারা
সুরের আকাশে তুমি যে গো শুকতারা
আমায় করেছ একি চঞ্চল বিহ্বল দিশাহারা
সুরের আকাশে তুমি যে গো শুকতারা
অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে
অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে
মহাতমসায় আলোর ঝর্ণাধারা
আমি বিহ্বল দিশাহারা
সুরের আকাশে তুমি যে গো শুকতারা
নবচেতনার রক্তকমল দলে
অগ্নিভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে
নবচেতনার রক্তকমল দলে
অগ্নিভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে
মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ
মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ
কত রজনীর অশ্রুতিমির ভেঙেছ অন্ধ কারা
আমি বিহ্বল দিশাহারা
সুরের আকাশে তুমি যে গো শুকতারা