• এক গোছা রজনীগন্ধা

    গায়ক: হেমন্ত মুখোপাধ্যায় | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক
  • এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম

    চললাম

    এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম

    চললাম

    চললাম


    বেশ কিছু সময় তো থাকলাম

    ডাকলাম

    মন রাখলাম

    বেশ কিছু সময় তো থাকলাম

    ডাকলাম

    মন রাখলাম


    দেখলাম দুটি চোখে বৃষ্টি

    বৃষ্টি ভেজা দৃষ্টি

    মনে কোরো আমি এক মৃত কোনো জোনাকী

    সারারাত আলো দিয়ে জ্বললাম

    চললাম


    এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম

    চললাম

    চললাম


    এখানেই সব কিছু শেষ নয়

    বেশ নয় যদি মনে হয়

    এখানেই সব কিছু শেষ নয়

    বেশ নয়

    যদি মনে হয়


    লিখে নিও গল্পের শেষটা

    থাক‌ না তবু রেশটা

    দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে

    কোন ফুল ভুল করে দললাম

    চললাম


    এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম

    চললাম

    চললাম