• পথ হারাবো বলেই এবার

    গায়ক: হেমন্ত মুখোপাধ্যায় | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • পথ হারাবো বলেই এবার পথে নেমেছি

    সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি

    পথ হারাবো বলেই এবার পথে নেমেছি


    নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে

    সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে

    নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে

    সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে

    নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি

    এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি


    সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি

    পথ হারাবো বলেই এবার পথে নেমেছি


    চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে

    অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে

    সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা

    সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা

    সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা

    সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা

    রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি

    সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি


    সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি

    পথ হারাবো বলেই এবার পথে নেমেছি