এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না
এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক
সাঁই সাঁই এই হাওয়াগুলো যেন শ্বাসরোধ করে রাখে
কোনোদিন যেন সুখস্বপ্নের ছবি কেউ না আঁকে
সাঁই সাঁই এই হাওয়াগুলো যেন শ্বাসরোধ করে রাখে
কোনোদিন যেন সুখস্বপ্নের ছবি কেউ না আঁকে
হৃদয়ের রাঙা সূর্য যেন চিরদিন ডুবে থাকে
শুকসারি যেন একসাথে আর জুটতে পারে না
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না
এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক
তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে
হয়তো বা কিছু হয়ভালোবাসা মনে নাও হতে পারে
বেহিসেবী পরিচয়
তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে
হয়তো বা কিছু হয়
ভালোবাসা মনে নাও হতে পারে
বেহিসেবী পরিচয়
নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত
পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো মূল্য পেয়েছি যত
নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত
পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো মূল্য পেয়েছি যত
তাই হিসেবের মতো ভালোবাসা আজ হয়ে থাক সংযত
কিছুতেই যেন কারও খুশি কেউ লুটতে পারে না
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না
এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক