• কোন পাখি ধরা দিতে চায়

    গায়ক: হেমন্ত মুখোপাধ্যায় | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: মুকুল দত্ত | ঘরানা: আধুনিক
  • কোন পাখি ধরা দিতে চায়

    অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়

    তুমি তার নাম বলে দাও দাও দাও

    কোন পাখি ধরা দিতে চায়

    অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়

    তুমি তার নাম বলে দাও দাও দাও

    কোন পাখি ধরা দিতে চায়


    আমার পথটি দূরে অজানা আঁধারে মিশে যায়

    ভুল নামে পিছু থেকে কে জানি কে ডেকেছে আমায়

    যে ডাক শেকল হয়ে বেঁধে নিতে চায়

    তুমি তার নাম বলে দাও দাও দাও

    কোন পাখি ধরা দিতে চায়

    অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়

    তুমি তার নাম বলে দাও দাও দাও

    কোন পাখি ধরা দিতে চায়


    যদি দূরের ডাকের মতো অতি কাছে

    পুরোনো চিঠির কোণে দেখো কারো নাম লেখা আছে

    তার স্মৃতির পরশটুকু রেখে গেছে

    হারানো দিনের মাঝে দেখো তার নীড় বাঁধা আছে


    পেয়েছি অনেক কিছু তবুও আরো কী মন চায়

    পথের পাথেয় বুঝি আরো কিছু বাকি থেকে যায়

    যে জন চোখের কোলে বাঁধ ভেঙে দেয়

    তুমি তার নাম বলে দাও দাও দাও


    কোন পাখি ধরা দিতে চায়

    অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়

    তুমি তার নাম বলে দাও দাও দাও

    কোন পাখি ধরা দিতে চায়