• ধিতাং ধিতাং বলে

    গায়ক: হেমন্ত মুখোপাধ্যায় | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে

    কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়

    ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে

    কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়

    আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে

    আজ হাসির কলরোলে নতুন জীবন গড়ি আয়


    আয় রে আয় লগন বয়ে যায

    মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানাযআয় রে আয় লগন বয়ে যায

    মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়


    পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়

    বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়

    পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়

    বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়


    আয় রে আয় আয় রে আয়

    আয় রে আয় আয় রে আয়


    ধিনাক নাতিন তিনা এই বাজা রে প্রাণ বীণা

    আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়

    ধিনাক নাতিন তিনা এই বাজা রে প্রাণ বীণা

    আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়


    এ দেশ তোমার আমার এই আমরা ভরি খামার

    আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা


    আয় রে আয় লগন বয়ে যায

    মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়

    আয় রে আয় লগন বয়ে যায

    মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়

    পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়

    বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়

    পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়

    বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়

    আয় রে আয় আয় রে আয়

    আয় রে আয় আয় রে আয়