• দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক

    গায়ক: হেমন্ত মুখোপাধ্যায় | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক

    এই দুনিয়া ঘোরে বনবন বনবন

    ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়

    দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক

    এই দুনিয়া ঘোরে বনবন বনবন

    ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়


    কখনও পিঙ্গল কখন সবুজ

    কখন বুঝি আর কখন অবুঝ

    কখনও পিঙ্গল কখন সবুজ

    কখন বুঝি আর কখন অবুঝ

    হৃদয় দিলে যার হৃদয় মেলে

    হৃদয় যাবে সে কাল পথে ফেলে

    হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সে কাল পথে ফেলে

    গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে তাক

    এই দুনিয়া ঘোরে বনবন বনবন

    ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়


    দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক

    এই দুনিয়া ঘোরে বনবন বনবন

    ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়


    ও এই ঘুরন্ত নাগরদোলায়

    কখন কাঁদায় আর কখন ভোলায়

    ও এই ঘুরন্ত নাগরদোলায়

    কখন কাঁদায় আর কখন ভোলায়


    কখন সাদা আর কখন কালো

    কখন মন্দ যে কখন ভালো

    কখন সাদা আর কখন কালো

    কখন মন্দ যে কখন ভালো


    জীবন জুয়ায় বীর জিতে গেলে

    বোকার হদ্দ যদি হেরে গেলে

    জীবন জুয়ায় বীর জিতে গেলে

    বোকার হদ্দ যদি হেরে গেলে

    কপাল মন্দ আজ কাল চিচিং ফাঁক

    এই দুনিয়া ঘুরে বনবন বনবন

    ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়


    দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক

    এই দুনিয়া ঘোরে বনবন বনবন

    ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়

    রঙ বদলায় রঙ বদলায়

    রঙ বদলায় রঙ বদলায়