(হুম হুম না হুম হুম না হুম হুম না হে হুম হুম না
হুম হুম না হুম হুম না হুম হুম না হে হুম হুম না)
পালকি চলে হে (হুম হুম না হুম হুম না)
পালকি চলে হে (হুম হুম না হুম হুম না)
পালকি চলে (হুম হুম না)
পালকি চলে পালকি চলে
গগন তলে আগুন জ্বলে
পালকি চলে পালকি চলে
গগন তলে আগুন জ্বলে
হে এ এ এ
স্তব্ধ গাঁয়ে আদুল গায়ে
যাচ্ছে কারা রৌদ্রে সারা
(হুম হুম না হুম হুম না)
ময়রা মুদি (হুম হুম না)
চক্ষু মুদি (হুম হুম না)
পাটায় বসে ঢুলছে কষে
দুধের চাঁছি (হুম হুম না)
শুষছে মাছি (হুম হুম না)
উড়ছে কতক ভনভনিয়ে
ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে
(হুম হুম না হুম হুম না হুম হুম না হে হুম হুম না)
হাটের শেষে রুক্ষ বেশে
ঠিক দুপুরে ধায় হাটুরে
(হুম হুম না হুম হুম না)
কুকুর গুলো শুঁকছে ধুলো
ধুঁকছে কেহ ক্লান্ত দেহ
ঢুকছে গরু দোকান ঘরে
আমেরও গন্ধে আমোদ করে
পালকি চলে পালকি চলে
পালকি চলে রে পালকি চলে
পালকি চলে পালকি চলে
পালকি চলে রে পালকি চলে
পালকি চলে পালকি চলে হে হে
পালকি চলে পালকি চলে হে হে
পালকি চলে পালকি চলে হে হে
পালকি চলে পালকি চলে হে হে
দুলকি চালে (হুম হুম না)
নৃত্য তালে (হুম হুম না)
ছয় বেহারা (হুম হুম না)
জোয়ান তারা (হুম হুম না)
গ্রাম ছাড়িয়ে (হুম হুম না)
আগ বাড়িয়ে (হুম হুম না)
নামল মাঠে তামার টাটে
তপ্ত তামা (হুম হুম না)
যায় না থামা (হুম হুম না)
উঠছে আলে (হুম হুম না)
নামছে গাড়ায় (হুম হুম না)
পালকি দোলে ঢেউয়ের নাড়ায়
পালকি দোলে ঢেউয়ের নাড়ায়
ঢেউয়ের দোলে অঙ্গ দোলে রে
মেঠো জাহাজ সামনে বাড়ে
ছয় বেহারার চরণ দাঁড়ে
ঢেউয়ের দোলে অঙ্গ দোলে রে
পালকি চলে পালকি চলে
পালকি চলে রে পালকি চলে
পালকি চলে পালকি চলে
পালকি চলে রে পালকি চলে
(হেঁইয়ারে হেঁইয়া হেঁই সামালো হেঁইয়া রে
হেঁইয়ারে হেঁইয়া হেঁই সামালো হেঁইয়া রে)
সামাল হেঁকে চলল বেঁকে
ছয় বেহারা মর্দ তারা
সামাল হেঁকে চলল বেঁকে
(হেঁইয়ারে হেঁইয়া হেঁই সামালো হেঁইয়া রে
হেঁইয়ারে হেঁইয়া হেঁই সামালো হেঁইয়া রে)
জোর হাঁটুনি খাটনি ভারি
মাঠের শেষে তালের সারি
জোর হাঁটুনি খাটনি ভারি
তাকাই দূরে শূন্যে ঘুরে
চিল ফুকারে মাঠের পারে
গরুর বাথান গোয়াল থানা
হা
ওই গো গাঁয়ের ওই সীমানা
হা হা
ওই গো গাঁয়ের ওই সীমানা
আ আ
(হুম হুম না হুম হুম না হুম হুম না হে হুম হুম না
হুম হুম না হুম হুম না হুম হুম না হে হুম হুম না)
বৈরাগী সে কণ্ঠী বাঁধা
ঘরের কাঁথে লেপছে কাদা
(হুম হুম না হুম হুম না)
মটকা থেকে চাষার ছেলে
দেখছে ডাগর চক্ষু মেলে
(হুম হুম না হুম হুম না)
দিচ্ছে চালে পোয়াল গুছি
বৈরাগীটির মূর্তি শুচি
(হুম হুম না হুম হুম না)
পেরজাপতি হলুদ বরণ
শশার ফুলে রাখছে চরণ
(হুম হুম না হুম হুম না)
কার বহুরি বাসন মাজে
পুকুর ঘাটে ব্যস্ত কাজে
(হুম হুম না হুম হুম না)
এঁটো হাতেই হাতের পোঁছায়
গায়ের মাথার কাপড় গোছায়
(হুম হুম না হুম হুম না)
পালকি দেখে (হুম হুম না)
আসছে ছুটে (হুম হুম না)
ন্যাংটা খোকা (হুম হুম না)
মাথায় পুঁটে (হুম হুম না)
পালকি দেখে (হুম হুম না)
আসছে ছুটে (হুম হুম না)
ন্যাংটা খোকা (হুম হুম না)
মাথায় পুঁটে (হুম হুম না)
পোড়োর আওয়াজ যাচ্ছে শোনা
খোড়ো ঘরে চাঁদের কোণা
(হুম হুম না হুম হুম না)
পাঠশালাটি দোকানঘরে
গুরুমশাই দোকান করে
(হুম হুম না হুম হুম না)
পোড়ো ভিটের পোতার পরে
শালিক নাচে ছাগল চরে
(হুম হুম না হুম হুম না)
গ্রামের শেষে অশথতলে
বুনোর ডেরায় চুল্লী জ্বলে
হে
গ্রামের সীমা ছাড়িয়ে ফিরে
পালকি মাঠে নামল ধীরে
আবার মাঠে (হেঁইয়া হে)
তামার টাটে (হেঁইয়া হে)
কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে (হেঁইয়া হে)
মাঠের মাটি (হেঁইয়া হে)
রৌদ্রে ফাটে (হেঁইয়া হে)
পালকি মাতে আপন নাটে
শঙ্খচিলের (হেঁইয়া হে)
সঙ্গে যেচে (হেঁইয়া হে)
পাল্লা দিয়ে (হেঁইয়া হে)
মেঘ চলেছে (হেঁইয়া হে)
তাতারসির তপ্ত রসে
বাতাস সাঁতার দেয় হরষে রে
গঙ্গাফড়িং লাফিয়ে চলে
বাঁধের দিকে সূর্য ঢলে
বাঁধের দিকে সূর্য ঢলে রে
পালকি চলে পালকি চলে
পালকি চলে রে পালকি চলে
পালকি চলে পালকি চলে
পালকি চলে রে পালকি চলে
হেঁইয়া হেঁই রে হেঁইয়া হা
হেঁইয়া হেঁই রে হেঁইয়া হা
পালকি চলে রে
অঙ্গ টলে রে
হেঁইয়া হেঁই রে হেঁইয়া হা
পালকি চলে রে
অঙ্গ টলে রে
আর দেরী কত
আরো কত দূর
হেঁইয়া হেঁই রে হেঁইয়া হা
পালকি চলে রে
হেঁইয়া হেঁই রে হেঁইয়া হা
পালকি চলে রে
অঙ্গ টলে রে
হেঁইয়া হেঁই রে হেঁইয়া হা
সূর্য ঢলে রে