• যাব না, যাব না, যাব না ঘরে

    গায়ক: অদিতি মহসিন | সুরকার: অতুলপ্রসাদ সেন | গীতিকার: অতুলপ্রসাদ সেন | ঘরানা: অতুলপ্রসাদ
  • যাব না যাব না যাব না ঘরে

    যাব না যাব না যাব না ঘরে

    বাহির করেছে পাগল মোরে

    বাহির করেছে পাগল মোরে

    যাব না যাব না যাব না ঘরে

    যাব না যাব না যাব না ঘরে


    বনেরও বিজনে মৃদুল বায়

    দুলে দুলে ফুল বলে আমায়

    বনেরও বিজনে মৃদুল বায়

    দুলে দুলে ফুল বলে আমায়

    ঘরেরও বাহিরে ফুটিবি আয়

    পুলক ভরে


    যাব না যাব না যাব না ঘরে

    যাব না যাব না যাব না ঘরে


    আকাশের দু তীরে দু বেলা

    আলো কালো করে হোলি খেলা

    আকাশের দু তীরে দু বেলা

    আলো কালো করে হোলি খেলা

    আমারও পরানে লেগেছে রঙ

    কালোর ও পরে


    যাব না যাব না যাব না ঘরে

    যাব না যাব না যাব না ঘরে


    নীল সরে হেমতরী পরে

    হাসে নব বিধু লাজ ভরে

    নীল সরে হেমতরী পরে

    হাসে নব বিধু লাজ ভরে

    এসো বঁধু বলে ডাকে মোরে

    মোহন সুরে


    যাব না যাব না যাব না ঘরে

    যাব না যাব না যাব না ঘরে

    বাহির করেছে পাগল মোরে

    বাহির করেছে পাগল মোরে

    যাব না যাব না যাব না ঘরে

    যাব না যাব না যাব না ঘরে

    যাব না যাব না যাব না ঘরে