সবারে বাস রে ভালো
নইলে মনের কালো ঘুচবে নারে
আছে তোর যাহা ভালো
ফুলের মতো দে সবারে
নইলে মনের কালো ঘুচবে নারে
করি তুই আপন আপন
হারালি যা ছিল আপন
এবার তোর ভরা আপণ
এবার তোর ভরা আপণ
এবার তোর ভরা আপণ
বিলিয়ে দে তুই যারে তারে
নইলে মনের কালো ঘুচবে নারে
যারে তুই ভাবিস ফণী
তারও মাথায় আছে মণি
বাজা তোর
বাজা তোর প্রেমের বাঁশি
ভবের বনে ভয় বা কারে
সবাই যে তোর মায়ের ছেলে
রাখবি কারে, কারে ফেলে
সবাই যে তোর মায়ের ছেলে
রাখবি কারে, কারে ফেলে
একই নাওয়ে সকল ভাইয়ে
একই নাওয়ে সকল ভাইয়ে
একই নাওয়ে সকল ভাইয়ে
যেতে হবে রে ওপারে
নইলে মনের কালো ঘুচবে নারে
সবারে বাস রে ভালো
নইলে মনের কালো ঘুচবে নারে