আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ
আমি না ডাকিতে হৃদয় মাঝারে
আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ
চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছ
আমি দূরে ছুটে যেতে দুহাত পসারি ধরে টেনে কোলে নিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ
ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ
আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ
এই চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছ
আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে
আমায় বুকে করে নিয়ে রয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ