ওরা চাহিতে জানে না দয়াময়
ওরা চাহিতে জানে না দয়াময়
ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়
ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়
ওরা চাহিতে জানে না দয়াময়
করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে
এক বিন্দু বারি তুলে মুখে নাহি লয়
করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে
এক বিন্দু বারি তুলে মুখে নাহি লয়
তীরে করি ছুটাছুটি ধুলি বাঁধে মুঠিমুঠি
তীরে করি ছুটাছুটি ধুলি বাঁধে মুঠিমুঠি
পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়
ওরা চাহিতে জানে না দয়াময়
কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে
দুদিনের মোহ ভেঙে চুরমার হয়
কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে
দুদিনের মোহ ভেঙে চুরমার হয়
তথাপি নিলাজ হিয়া মহাব্যস্ত তাই নিয়া
তথাপি নিলাজ হিয়া মহাব্যস্ত তাই নিয়া
ভাঙিতে গড়িতে হয়ে পড়ে অসময়
আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ
না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়
আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ
না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়
চির তৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে
চির তৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে
তাই দিও দীনে যাতে পিপাসা না রয়
ওরা চাহিতে জানে না দয়াময়
ওরা চাহিতে জানে না দয়াময়
ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়
ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়
ওরা চাহিতে জানে না দয়াময়
ওরা চাহিতে জানে না দয়াময়