বাংলা কবিতা

  • ভাসানের দিন
    - দেবারতি মিত্র
  • ভাসানের দিন সে আর আস্ত রইল না ।
     
    মা, বা, ছোট-বোন, কাছের-দূরের আত্মীয়-বন্ধুর মৃত্যু,
    মৃত্যুচিন্তা, মৃত্যুস্মৃতি তার চালচিত্র উপড়ে নিয়েছে ।
    ল্যাপটানো তার চুল, জামাকাপড় ছেঁড়াখোঁড়া,
    মুখে রং নেই, আলো নেই
    ভাঙাচোরা নিশ্বাস, চোখের কোটর ফাঁকা ।
     
    বুকে গাঁথা ছবিসুদ্ধু সোনার লকেট পায়ের তলায়
    গুঁড়িয়ে পথের ধুলো ।
    মানুষের আত্মা তবে কোনখানে থাকে?
    আজ সে করুণ, পথভ্রান্ত, মুদিত ।
    সম্পূর্ণ নয়, এমনকি অংশও নয়,
    একজন নি:স্ব মানুষ
    একা একা কাঁদতে কাঁদতে চিরতরে হারিয়ে যায় ।