বাংলা কবিতা

  • যুগের পথ
    - অমিয় চক্রবর্তী
  • আনন্তিক গ্রীন বাস, অনন্ত স্বর্গের মেঘলা বেলা 
    অমরাবতীর ভিড় রাস্তার ধুলোয় পথিকের - 
    ধৌত চোখে দেখি ; শুনি, পুষ্পপত্রে ধ্বনি 'সাধু সাধু' 
    পার্কের মলিন গাছে । অমর্ত গ্যাসের আলো সারি 
    আমি যে প্রেমের যাত্রী, চলেছি কোথায় 
    ভুলে যাই আর সবি, শুধু জানি বুকের পকেটে 
    তার শাদা কাগজের চিঠি আছে, এ-জীবনে 
    পেয়েছি সে ডাক-চিঠি, যেতে হবে শুধু 
    অনির্ণীত যুগ্ম পথে, হোক দুঃখে, হোক সুখে জাগা ।