বাংলা কবিতা

  • দু-দন্ড যদি
    - বিষ্ণু দে
  • দু'দন্ড যদি বসোই একটু পাশে 
    তাতে কি সৌরজগতে কাটবে তাল 
    যদিই বা হাতে হাতে করে যাওয়া-আসা 
    যদিই দু' চোখ চেয়ে থাকে অনিমেষ 
    পৃথিবী তাতে কি পড়বে কক্ষচ্যুত 
    না হয় জানোই কে তোমায় ভালোবাসে 
    ধরেছে শিরায় ধমনীতে তিনকাল 
    তোমার বাহুতে বিশ্বের গড়ো বাসা 
    বাস্তুহারাকে না হয় বিলালে দেশ 
    তাই ছেদ দেবে এ আনুগত্যে দ্রুত?
    সান্নিধ্যের দেশকালসন্ততি 
    না মেনে বানাও ইতিহাস সম্প্রতি।