বাংলা কবিতা

  • তুমি কি সাঁতার জানো
    - মন্দাক্রান্তা সেন
  • জিন্‌স পরা ছেড়ে দিতে পারি 
    তুমি যদি বলো; অন্য নারী 
    হয়ে যাব অতি অনায়াসে।  
    যে মেয়ে তোমাকে ভালবাসে 
    তার ছোট চুল, বিনা তেলে 
    (তুমি যেন কাকে বলেছিলে)
    - সে কখনো হতেই পারে না !
    বেশ;  হবো নিজের অচেনা 
    কাল থেকে, তুমি বলো যদি 
    তোমার পায়ের কাছে নদী 
    খুলে রাখব নীল ধনেখালি,
    আমার সমস্ত পুরুষালি 
    মুদ্রাদোষ ওড়াব হাওয়ায়।  
    জিন্‌স পরা ছেড়ে দেওয়া যায় 
    সহজেই; নদী হতে পেলে...

    সাঁতার জানো তো তুমি, ছেলে?