নীল
সীমান্তবিদীর্ণ করে একটি নৌকার স্মৃতি ছুটে চলে গেছে দূরে
উহাকে প্রণয় বলে ডাকি;
যেন সে অন্ধের হাতে অচল আধুলি
ক্ষুধার গভীরে, ত্রাসে, মূর্ত হয়ে ওঠে,
আমিও ফিরেছি আজ মেঘের ভিতর দিয়ে, পাতার ভিতর দিয়ে
রোদ ।