বাংলা কবিতা

  • বটতলা
    - অরুণকুমার সরকার
  • তোমরা কোন দিকে যাচ্ছ? আমি সোজা। 
    তুমি ডান দিকে যাচ্ছ বুঝি? তুমি বামে?
    যাও ফের দেখা হবে 
    গ্রামের শেষ প্রান্তে বুড়ো বটগাছতলায়।  
    তখন সন্ধ্যা নামবে চড়ুইপাখির কলরবে,
    ঢের অভিজ্ঞতা হল, আমি বলব,
    ঢের অভিজ্ঞতা হল, তুমি বলবে,
    ঢের অভিজ্ঞতা হল, বলব সবাই সমস্বরে। 
    আমাদের মধ্যে আর বিবাদ থাকবে না।