তোমার হাতে উষা-মেশিন, আমার মুখে শুধু
খই ফুটছে খই,
তুমি কি শুধু বানিয়ে যাবে উদ্বাস্তুর জামা?
এই এক প্রশ্নই
আমার মাথায়। তুমিও জানো চটুল উত্তর
দিতে গেলেই সঠিক নির্বাচনে ঘটতে পারে ভুল,
তার চেয়ে এই অনেক ভালো প্রশ্নস্বাধীন খই-ঝরানো-খই
উষা-মেশিনে স্রোতার্ত আঙ্গুল !