ঘন পুষ্টিকর মেঘমালা সমস্ত বৃষ্টির জল সযত্নে ছায়ায় ঢেকে রাখে। শূন্য ক'রে চায়ের পেয়ালা, মনে হয়, এই দৃশ্য আর কোনো পঁচিশে বৈশাখে কখনও দেখিনি;
ইচ্ছে করে আজ কিছু গাঢ় অন্তরঙ্গ ফুল কিনি।