বাংলা কবিতা

  • ডেকেই দ্যাখো
    - আসাদ চৌধুরী
  • ডেকেই দ্যাখো, ঠিক আসবো।  
    সুখের গানগুলো সম্পর্কে 
             আমার কোনো মন্তব্য নেই ।
    সেখানে আমার স্মৃতির কোনো ভূমিকাও নেই ।
    গালিবের বিষন্ন গজলগুলো 
       আমার স্বীকৃতির জন্য 
        এখানে আমার বারান্দা দিয়ে ঘরে ।
    তবু ডাকলে আমি যাবো । ঠিকই যাবো ।

    ভূমিকম্প আর ঝড় আমার কাছেই 
    সর্বশেষ সবক  নিয়েছে ।
    বন্ধুদের অভিযোগ সত্য হলে 
        আমি তো কাফন পরেই  বসে আছি 
    ডাক এলেই যাবো । ঠিকই যাবো । 

    সমস্ত অতীতকে কোলে নিয়ে আমি ছাড়া 
    আর কে এমন বসে থাকতে পারে?