সে যখন ছোট্ট একটু আগুন থেকে
জ্বালালো হরেকরকম আতসবাজি
আমাকে জিজ্ঞাসা কই করল না তো
আমি কি অনিচ্ছুক না ভীষণ রাজি?
সে যখন ছাদে বাগান করতে গিয়ে
বিছানা ভাসিয়ে দিল জলের তোড়ে
আমাদের হাজার-রকম দুর্বলতা
নিমেষে মাড়িয়ে গেল পায়ের জোরে
সে যখন মাখল আটা মেখেই ফেলল
হতাশার ভাঙল মাথা পূর্ণানন্দে
আমি তার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যাই
প্রেমের নয়, গরম রুটির গন্ধে গন্ধে !