বাংলা কবিতা

  • তখন
    - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
  • যে পথে রাজা উজিররা যাতায়াত করেন 

    তাদের বলে রাজপথ। 

    ওরা যান ঘোড়া বা হাতির পিঠে চড়ে - 

    পা-ই যাদের একমাত্র সম্বল, তারা সাবধান। 

    রাস্তা তো হাঁটার জন্যই।

    যাদের ঘোড়া, যাদের হাতি, ওরাও কি পারে না 

    একটু সামলে চলতে?

    নইলে - সময় তো আর রাজা-উজির বোঝে না 

    বেশি বাড়াবাড়ি করলে সে-ও বলবে 'হটো'।

    তখন কোথায় থাকবে হাতি আর ঘোড়া?

    গোটা রাস্তাটাই তো ওদের ছেড়ে দিতে হবে।