বাংলা কবিতা

  • কিউ
    - দিব্যেন্দু পালিত
  • আমার আগের লোকটি অবিকল আমারই মতন 
    একই কথা বলেছিল; আমার পরের লোকটিও 
    জানে ঠিক কোনখানে কোন কথা ব'লে যেতে হয় ।

    নতুন লোকের হাতে চ'লে যায় পুরোনো ঠিকানা - 
    ঘোড়সওয়ারের অন্ধ লাঠির আঘাত 
    ক্রমশ গা-সওয়া ক'রে গভীর রাতের অন্ধকারে 
    হাতে চিরকুট নিয়ে জমে ওঠে কিউ ।

    হয়ত ঠিকানা ভুল, তবু 
    আগের লোকটি ঠিকই এগিয়ে চলেছে ।