তোমার ভুলে যাওয়া কথাগুলো
সোনার চিরুনিতে মাথায় গেঁথে রাখবো
আমি একদিন সময় করে ঠিক
খোঁপাটা খুলব দেখো
জানতে তার মধ্যে কটা গ্রন্থি-বাঁধা কাঁটা আছে
এক একটা কাঁটায় এক একটা কথা
আমি গুনে গুনে দেখব
কতটা এগিয়েছি কতটা পেছিয়েছি
হৃদয়-মোহনায় ক'টা জোয়ার-ভাঁটা আছে
এক একটা মনে রাখায় এক একটা গিঁট
এক একটা ভুলে যাওয়ায় এক একটা কাঁটা
অবাধ্য চুলগুলো ফিতেতে ঢিট্
করতে না জানি কত সুগন্ধ তেলের রাস্তা হাঁটা।