বাংলা কবিতা

  • মানুষের সঙ্গে কোন বিরোধ নেই
    - ফাল্গুনি রায়
  • না, মানুষের সঙ্গে আমার আর বিরোধ নেই কোনো-

    এখন পাওনাদার দুর্ঘটনায় পড়লে তাকে নিয়ে যেতে পারি হাসপাতালে

    প্রাক্তন প্রেমিকার স্বামীর কাছ থেকে অনায়াসে চাইতে পারি চার্মিনার

    দাড়ি গজানোর মত অনায়াস এ জীবনে আমি

    রামকৃষ্ণের কালীপ্রেমে দেখি সার্বভৌম যৌনশান্তি

    বাবলিদের স্বামীপ্রেমে দেখি সার্বজনীন যৌনসুখ

    একটা চটী হারিয়ে গেলে আমি কিনে ফেলি একজোড়া নতুন চপ্পল

    না, মানুষের সঙ্গে আমার আর বিরোধ নেই কোন


    বোনের বুকের থেকে সরে যায় আমার অস্বস্তিময় চোখ

    আমি ভাইফোঁটার দিন হেঁটে বেড়াই বেশ্যাপাড়ায়

    আমি মরে গেলে দেখতে পাবো জন্মান্তরের করিডোর

    আমি জন্মাবার আগের মূহুর্তে জানতে পারিনি আমি জন্মাচ্ছি

    আমি এক পরিত্রাণহীন নিয়তিলিপ্ত পুরুষ

    আমি এক নিয়তিহীন সন্ত্রাসলিপ্ত পুরুষ

    আমি দেখেছি আমার ভিতর এক কুকুর কেঁদে চলে অবিরাম

    তার কুকুরীর জন্য এক সন্ন্যাসী তার সন্ন্যাসিনীর স্বেচ্ছাকৌমার্য

    নষ্ট করতে হয়ে ওঠে তৎপর লম্পট আর সেই লাম্পট্যের কাছে

    গুঁড়ো হয়ে যায় এমনকি স্বর্গীয় প্রেম- শেষ পর্যন্ত আমি

    কবিতার ভেতর ছন্দের বদলে জীবনের আনন্দ খোঁজার পক্ষপাতী

    তাই জীবনের সঙ্গে আমার কোন বিরোধ নেই- মানুষের সঙ্গে

    আমার কোন বিরোধ নেই