বাংলা কবিতা

  • বৈশাখী
    - অরুণকুমার সরকার
  • তোমাকে চাই আমি, তোমাকে চাই,

    তোমাকে ছাড়া নেই, শান্তি নেই :

    রক্তকিংশুকে জ্বালিয়ে দাও

    আমার বৈশাখী রাত্রিদিন।


    রভসে দাউদাউ সমুদ্রের

    শরীরে পাকে-পাকে ফসফরাস;

    অন্ধকারে চুল এলিয়ে দাও

    নখরে নীল হোক শুভ্র বুক!


    তোমাকে চাই আমি, তোমাকে চাই :

    হেঁকেছে অস্থির অশ্বখুর;

    জ্বলেছে পদে-পদে বিদ্যুতের

    তীব্র শব্দের আর্তনাদ।


    তোমাকে ছাড়া নেই, শান্তি নেই,

    গোলাপফুল আমি ছুঁয়েছি ঢের;

    রক্তকিংশুকে জ্বালিয়ে দাও

    আমার বৈশাখী রাত্রিদিন।