বাংলা কবিতা

  • জন্মভূমি আজ
    - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
  • একবার মাটির দিকে তাকাও

    একবার মানুষের দিকে।


    এখনো রাত শেষ হয় নি;

    অন্ধকার এখনো তোমার বুকের ওপর

    কঠিণ পাথরের মত, তুমি নি:শ্বাস নিতে পারছ না।

    মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ

    এখনো বাঘের মত থাবা উঁচিয়ে বসে আছে।

    তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও

    আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও

    তুমি ভয় পাও নি।


    মাটি তো আগুনের মত হবেই

    যদি তুমি ফসল ফলাতে না জানো

    যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও

    তোমার স্বদেশ তাহলে মরুভূমি।

    যে মানুষ গান গাইতে জানে না

    যখন প্রলয় আসে, সে বোবা ও অন্ধ হয়ে যায়।

    তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে,

    তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়।