বাংলা কবিতা

  • টিউটোরিয়াল
    - জয় গোস্বামী
  • তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই (বা নব্বইয়ের বেশি)

    তোমাকে হতেই হবে একদম প্রথম

    তার বদলে মাত্র পঁচাশি!

    পাঁচটা নম্বর কম কেন? কেন কম?

    এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি?


    এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে

    ছোটবেলা থেকে যেতো তোমাকে ইস্কুলে পৌঁছে দিতে?

    এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায়

    সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে?


    তারপর ছুটি হতে, ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে

    অটো-অলাদের ওই খারাপ মেজাজ সহ্য করে

    বাড়ি এসে, না হাঁপিয়ে, আবার তোমার পড়া নিয়ে

    বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে

    তোমার হোমটাস্ক দেখছি, তারপরে আঁচলে মুখ মুছে

    ঢুলতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে?


    এই জন্যে? এই জন্যে হাড়ভাঙা ওভারটাইম করে

    তোমার জন্য আন্টি রাখতাম?

    মোটা মাইনে, ভদ্রতার চা-জলখাবার

    হপ্তায় তিনদিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল?

    বুদ্ধি আছে সে হিসেব করবার?