বাংলা কবিতা

  • সঙ্গী
    - বিজয়া মুখোপাধ্যায়
  • আমরা যার সঙ্গে নিত্য বসবাস করি

    তার নাম প্রেম নয়, উদ্বেগ।

    প্রেম অতিথির মতো কখনো ঢুকে পড়ে অল্প হেসে

    সমস্ত বাড়িতে স্মৃতিচিহ্ন ফেলে রেখে

    হঠাৎ অদৃশ্য হয়ে যায়।

    তারপর সারাক্ষণ

    আমরা কেউ আর উদ্বেগ

    আমরা একজন আর উদ্বেগ

    বসবাস করি।

    রাত থেকে দিন, দিন থেকে রাত।