বাংলা কবিতা

  • একলা দাঁড়াও
    - পিনাকী ঠাকুর
  • আবার আমি প্রথম থেকে তোমায় ভালোবাসতে পারি

    একলা দাঁড়াও রোদ বাঁচিয়ে—

        যখন থেকে খুঁজছো বাড়ি

    খুঁজছো কিস্তিবন্দী জিনিস, জীবনবীমার বেস্ট পলিসি

    আমি তোমায় ভালোবাসছি সারা শহর,

        যেমন নিশি —

    পাওয়া মানুষ শয্যা ছেড়ে রাতবিরেতে পাগলপারা

    বনবাদাড়ে জলা, ডাঙায় ঘুরছে — শুধু ঘুরেই সারা

    তেমন ক’রে বাসছি আবার, বাসব ভালো প্রথম থেকে

    আবছা হাসির প্রশয় দাও, নাম কী বলো, পাড়ার কে কে

    বই টুকে প্রেমপত্র পাঠায়?

        ওদের সঙ্গে ডুয়েল ল’ড়ে

        বাসবো, তুমি একলা দাঁড়াও —

        ভালোই বাসবো নতুন ক’রে