বাংলা কবিতা

  • ভোজের টেবিল, নতুন বাজি
    - পিনাকী ঠাকুর
  • এক     


    রোস্তোরাঁতে বাজি জেতার ভোজের টেবিল ভরাক সে

    লে আও দেখি মোগলাই ডিশ, শাম্মি কাবাব তড়াক্ সে—

    ‘সে’ মানে ওই লোকেন মিটার

    চন্দ্রলোকে বাজান সিতার

    আবার কোনও নতুন বাজি এই টেবিলেই লড়াচ্ছে !


    দুই


    লোকেন বলে, সামনে আমার মাধ্যমিকের একজামিন

    গ্রন্থ-কেতাব, আনন্দস্যার, উকিল কিংবা হেড আমিন

    উনিশ না, এই চতুর্থবার

    পাশ করতে পারবে না আর !

    ‘বেট হয়ে যাক !’ লোকেন, আবার বাজি হেরেই আর একদিন ---