বাংলা কবিতা

  • বাঙালি প্রেমের কবিতা
    - পিনাকী ঠাকুর
  • বাংলা অনার্সের ব্যাচে, অমিত লাবণ্য আজও থাকে,

    আবৃত্তি শেখানো হয় স্কুলে তৈরি ও দেবযানী

    সাহিত্য নতুন করে গড়েছিল বাঙালি সত্তাকে,

    প্রেমের আইডিয়া আসছে নাটকে নভেল থেকে—জানি

    জানি না কেন যে রোজ স্বেচ্ছাসেবী ডাক্তারবাবুকে

    অন্ধ গায়িকার জন্য উপহার দিতে চায় চোখ

    আটাকলে কাজ করা রঘুবীর, শুনি তারও বুকে

    রাজরোগ বাস করেন ! মেলায় সম্যক

    রাধাকৃষ্ণ সেজো যারা কম দামের যৌবন ফুরাল,

    বাঁশরীতে দম নেই, রাধাদির ছেড়া পরিধান—

    নারকোল কুড়িয়ে পেয়ে কেষ্টদার মুখে ওই যে আলো

    সে কোন্ রোমান্স পড়ে?

     ‘একবিংশে প্রেমের প্রস্থান’ ।