বাংলা কবিতা

  • চাবি
    - তুষার রায়
  • প্রতিটি তালার কাছে আপন চাবির কথা ভাবি

    প্রতিটি পাতায় যেন আশা করা মহৎ কবিতা

    এভাবেই ভালোবাসা প্রতিটি পাথর ছুঁয়ে ছুঁয়ে

    চালভূঁয়ে এরকমই মেনে যেতে যেতে তুমি

    রহস্যের কোন গূঢ় কথা বলেছিলে - তবু দেখি

    প্রতিটি শিকল আজও অটুটই আছে, আর

    প্রত্যেক বিকেল রোজ নিকেল কে মুছে দিন

    ডুবে যায় সন্ধ্যার বাদামি আঁধারে - দেখি

    তখন বাঁ ধারে কিংবা ডানদিকে কোনো

    দরোজা কি আছে কিনা ভাবতে ভাবতে আমি

    প্রতিটি তালার কাছে আপন চাবির কথা ভাবি।