আমি তাে চাই কঠিন অসিধারা –
দৃশ্যাতীতে অতনু প্রশ্রয়
হলুদ হলে লােহিতে দিশেহারা
দীঘির জলে নয়ন ঢাকে ভয়।
হয়তাে ছকে তােমার চেনা ঘুঁটি
এবং খেলা তােমার স্থির জয়
তবুও আমি চতুরতর জুটি
আমার হারে তােমার জিৎ নয়।