বাংলা কবিতা

  • আমাকে তোমার দিকে
    - জ্যোতিরিন্দ্র মৈত্র
  • আমাকে একটা স্বপ্নও পাঠাতে পারলে না ? –

    আমার ঘুম কে নিয়ে

    মিছিমিছি খেলা শুধু করলে ।

    যে-সব প্রচন্ড আর তুচ্ছ কথার টুকরোগুলো

    ফেলে চলে গেছ –

    কোন্ সংসারে তাকে গুছিয়ে তুলি ?

    যেখানে সহস্র টানে মর্ত্যলোক টেনে

    চলে নিয়ে যায় বিস্মৃতির অতলে,

    আমার নামগোত্রহীন এ যাত্রার

    শেষ প্রান্তে, তোমার স্বপ্নের সব নীল

    নীল ফুলগুলি লোকোত্তর হাওয়াতে কাঁপে।

    আমাকে মায়ের মতো, মৃত্যুর অজস্র তোরণ

    পেরিয়ে সত্তার যুগ্ম-তীর্থে

    অন্য সৌরলোকে – নিয়ে চলো

    আমাকে তোমার দিকে ।