বাংলা কবিতা

  • এখন ওসব কথা থাক
    - মণীন্দ্র গুপ্ত
  • এক লক্ষ বছর সঙ্গে থাকার পর সাব্যস্ত হবে, তুমি আমার কি না।

    ওসব কথা এখন থাক।

    এখন চলো মিকির পাহাড়ে বুনো কুল পেকেছে,

     চলো খেয়ে আসি ।

    লাল রুখু চুল

    সূর্যাস্তের মধ্যে

     অর্কিডের উজ্জ্বল শিকড়ের মতো উড়ছে।

     -দেখি দেখি, তোমার তামাটে মুখখানা দেখি।

    সূর্য এখনি অস্ত যাবে। পশুর মতো ক্ষীন শরীরে

    আমরা হাঁটু পর্যন্ত জলস্রোত পেরিয়ে চলেছি-

               জলস্রোত ক্রমশ তীব্র…কনকনে